ক্ষমা...

সময়ের স্রোতে জীবনের আকাংখা ভেঁঙ্গেছে বাধ
মৃত্যুকে আলিঙ্গন করা এখন আমার সাধ।
আমার মৃত্যু হোক তোমার অশ্রুস্বজল চোখের তারায়।
রহস্যে ঘেরা সংসারের রঙ্গমঞ্চে আমি নির্বাক পথিক,
দ্বিধাগ্রস্ত মন ফুটন্ত কফির লিকারের মতো রং বদলায়,
কফির ধোঁয়ার মতো ভালবাসা উড়ে যায় আকাশে,
মেঘ হয়ে বৃস্টির কান্না বেজে ওঠে ধরণীর বুকে।
আমি জানি ব্যর্থতা বুকে,বহু অভিযোগ আমার ঘাড়ে,
একে একে জেগে ওঠে দু:সহ বেদনার পাহাড়।
কতবার হ্নদয় জ্বলেছে আমার অনুশোচনার অঙ্গারে,
নিঃশব্দের মাঝে বেজে উঠছে তার ফেলে যাওয়া পদধ্বনি।
জানি তোমার দু’চোখ আজ আমাকে খুঁজে না,
অথচ একদিন তুমি ধরেছিলে হাত,কেঁদেছিলে ভালবাসার বুকে।
জীবনের ভুলভ্রান্তি চুকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে আজ আমি বড় একা...!!!