ফেলে আসা গোধূলিবেলার এক চিলতে আলো,
বুকের সংগোপনে লুকিয়ে রাখা সুখের পরশ।
আকাশের ঐ ধ্রুবতারার মত স্হির ও নিশ্চল।


মায়াবী পৃথিবীর কিছু না বলা কথা, রয়ে যাবে দৃশ্যের আড়ালে।
হ্নদপিন্ডের লাল শোণিতের চাইতে তাজা অনুরাগ দিয়ে,
কিছু অনুভূতি চুপসে যাবে, মনের অজান্তে।


ভুলতে বসেছি শিশিরসিক্ত সন্ধ্যা,পূর্ণিমা উঁকি দিচ্ছে জানালার কার্ণিশে,
পায়ের শব্দে পিছনে তাকাই, সামনের দরজাটা মনে দুঃখ এনে দেয়।
ফিরিয়ে দাও সেই সময়,কাব্য হয়ে জড়িয়ে ধরুক সেই সময়।


আজ জীবন উচ্ছাশার দ্বিতীয় পথ পানে, তোমরা যাকে বিদায় বলো,
সেতো বিদায় নয় পরন্ত বিকালের এক টুকরো আলো,
অদৃশ্য মায়াময় এক নিঃশ্বাস, মায়ার বন্ধন যা চোখ ভিজিয়ে দিল।