কত খুঁজেছি!!
নদীর এপারে খুঁজেছি ওপরে খুঁজেছি
পাহাড়ের চূড়ায় তাহার খোঁজ করেছি।
হাজার বছর ধরে বসে আছি প্রতীক্ষায়,
ভেঙেছে কত স্বপ্ন কত বিষন্নতা দিয়েছে পাড়ি,
তবুও হার মানি নি।।
মনে অফুরন্ত আশা নিয়ে শুধু পথ চেয়েছি,
কত পাখি এসে বসিছে বাহুতে
হয়তো ওরা ভেবেছিলো কোনো প্রতিমা
দুহাত বাড়িয়ে আকাশের চাঁদকে ডাকছে।
হ্যা ওরা ঠিকই ভেবেছিলো আমি কোনো এক
চাঁদের অপেক্ষার প্রহরই ঘুনছি।।
হাজার মাইল পাড়ি দিয়েছি
শত শহর ঘুরে বেড়িয়েছি।
ভাবতো সবাই পাগল আমি!!
হ্যাঁ তারা ঠিকই ভাবতো আমি পাগল
সেই চাঁদটার জন্য আমি পাগল।
চাঁদটার আলোক কণা আমাকে
পাগল করে রেখেছে।
আমি এমনই ভাবে পথ চেয়ে থাকবো
চাঁদটির দেখা না পেলে।
এভাবেই বসে থাকবো আমি,
লিখে যাবো লাইনের পর লাইন।
উড়ো চিঠি পাঠাবো অজানায়,
হয়তো তার হাতে পরবে
নয়তো কোনো কাক পক্ষি ছিড়ে খাবে।।