আমার দেশের শরৎ
এতো রূপকথার এক প্রভাত,
সোনালী সকাল শান্ত বিকাল।
শিমুল মেঘের ঐ ছুটে চলা
বাঙ্গালী হৃদয় দিয়ে যায় ধোলা,
আধার রাতের জোনাকির ঝাঁক
দেখিলে হৃদয় হয়ে যায় নির্বাক।
মিষ্টি মধুর পাখির ডাকে
কৃষিবল ঐ মাঠে হাকে,
পাল তোলে ঐ মাঝি বাঁকে।
দখিন হাওয়ার ফুলের সৌরভ
এ যেনো মোর দেশের গৌরব।