গাও গ্রামের সৃতি গুলো
কই পালালো আজ,
কিশান ছেলে লাঙ্গল কাঁধে
আর করেনা কাজ,
পাড়ায় পাড়ায় আর বসেনা
বৈশাখির ঐ সাজ।
দলে দলে বাউল ফকির
করেনা আর নাচ।
পাল্টে গেছে গঞ্জ এখন
হইছে ডিজিটাল,
কৃষক বাবু ক্ষেৎ খামারে
ধরে না আর হাল,
নদ নদীতে মাজি সাজি
আর তোলে না পাল,
গরুর গাড়ি ঘোড়ার গাড়ি
দেখছিনা আজ কাল।
এটাই এখন আমার দেশের
গাও গ্রামের হাল।।।