পদ্মা মেঘনা যমুনা
আর মদুমতির বন্দনা,
বাংলায় আমার মিলেছে এসে
পূবাল সূর্য উঠে রোজ হেসে।
শরতের ঐ দিনে নদ নদীর ঐ তীরে
কাশ ফুলে আছে গিরে,
শেফালির গন্ধে
ছুটে মোন আনন্দে।
গঞ্জের বাঁকা পথে
দেখা শিউলির সাথে,
আহা সেকি অবোলা ঘ্রাণ
বরিয়ে দেয় মোর প্রান।
এদিকে মুক্ত সুরে
দোয়েল শালিক ডাকছে ভোরে,
বৈশাখের ঐ দিনে
মন যে আমার টানে।