পথের শেষে আসবে সন্ধ্যা ঘরে-
থাকবে দূরত্ব, রাস্তার পাথরে।
দুপাশের বুক- ওঠানামা করে
শেষ; নতুন ভোরের অঙ্গীকারে!
জোনাকির শরীরে আলোর সাজ
চারপাশে শেষ বয়সের ভাজ,
শিশির বিন্দুতে স্মৃতির কোলাজ!
সেদিন শেষ, লোকাচারের লাজ।
ছুঁয়ে যাবে,ভোর পাহাড়ের নদী,
শেষ শয্যায় দুজন পাশাপাশি-
করবে না কেউ আর হাসাহাসি।
মাঠের পাশে- পাথরের সমাধি!
*************************