বিচার বুদ্ধি, বিবেচনার কাঁটা,
প্রচন্ড শব্দে ঘুরে চলেছে-
কথার ভিড়ে দেখো- একটা
বিশাল কথার পাহাড় গড়েছে!

শুনতে পেলাম বিকট আর্তনাদ-
মনে হল পেয়েছে কেউ আঘাত!
কাঁচ ভাঙা, রাতভোরের গোঙানি-
  বলেছিল- শব্দহীন যন্ত্রণার কাহিনী!

চাটুকার সময় পাগলিনীকে চেনে,
পরিচয় লুকোনো আয়নার কোনে!
কলুপ এঁটে বলে- দুর্গতি;
পোড়া চামড়ায় সবাই সতী!

সলতে পুড়ে হয় কালো;
গলিতে রাতের নিওন আলো!
কৃত্রিম গন্ধের জ্বালানো ধূপ-
কপালের দোষ- ঠিকানা অন্ধকূপ!

তারপর আবার সাজবে আসর,
  সুন্দর করে পাহাড়ের ভোর!
   ঝড়ের রাত খুব সস্তা-
   ভুলে যাবে পিচ রাস্তা!

ময়নাতদন্ত আর তীক্ষ্ণ তল্লাশি-
শেষ বিশ্বাস লাগায় ফাঁসি,
ফকির ধরবে একতারায় গান-
"সংসারে হোক প্রেমের জয়গান!"
=========================================