জাত যে গেল, পাত পেল না-
দুচোখ ভরে নিন্দার দানা।
লালন শাঁইকে- চেনা গেল না!
বিষ ধরেছে, চোখ মজেছে,
লাল রঙ, যে কালো হয়েছে।
লালন শাঁইকে- চেনা গেল না!
পাগল পাড়া ধূসর মাটি,
মিছে খেলা সব, কাটাকুটি।
লালন শাঁইকে- চেনা গেল না!
সময় এলে মানুষ একা,
ছিটকে সব যে হবে ফাঁকা।
লালন শাঁইকে- চেনা গেল না!
'আমি', 'আমি' কেবল বেনামী,
একাই যে তিনি, সেরা স্বামী।
লালন শাঁইকে- ভোলা যাবে না!
সুখে ভেজাল, শুধুই জাল;
দুঃখ ভালো- কাটে না খাল।
লালন শাঁইকে- ভোলা যাবে না!
ঢেউয়ের সাথে ভাসে মুক্ত,
মনকে ক'র প্রেমে বিলুপ্ত।
লালন শাঁইকে - ভোলা যাবে না!
প্রেমের বৃষ্টিকে বুকে ধ'র-
মানুষ জন্ম সফল ক'র।
লালন শাঁইকে- ভোলা যাবে না!
================================