রেণু, রেণু পরমাণু আশা গড়েছিল চোখ,
কিন্তু এখন আছে শুধু এক দুরাশা।
দুরশাগুলোকে জড় করে দেখলে ভালো হয়,
পাহাড় হবে, তুমি বলবে হেরে যাওয়া পাহাড়!
আমি বলব রোজ ওটা ভোরের সূর্যকে,
কোল থেকে বের করার আনন্দের ঘোরে বাঁচে।

আর সেই বাঁচা সবচেয়ে ভালো সব কাঁচের ভেতরে।
দেখেছিলাম এমন এক দুঃসাহসিক
স্বপ্ন ঐ কাঁচের স্বর্গে।

তারপর দেখা গেল বাস্তব বলে-একটি
ঝাপটা দেওয়া জলজ হাওয়ার ঝড়,
খড়কুটা মতো নিশ্চুপ সভ্য সমাজের দ্বীপ বানালো।

এখন বেশ আছি- কোনো কবি বলে-
           "মে ওর মেরি তনহায়ী...."
=============================