কিছু যে একটা আছে বাকি,
কাঁচে আবছা চেহারা, মেকি-
দিচ্ছে নিত্য ছায়াগুলো ফাঁকি।
রাস্তায় শব্দ কাঁদে একাকী!
ইচ্ছে ছিল হব' অভিমানী,
পুতুল খেলার হব' রাণী!
মেঘ থেকে ঝরে হ'ব বৃষ্টি-
শব্দকোষ নিয়ে হ'ব সৃষ্টি।
শীত কেটেছে ছাদের ওপরে,
কম্বল, লেবু শুকানো রোদ্দুরে-
ব্যোমকেশ নিয়ে- টর্চ আলোতে,
রোমহর্ষক ফেলুদা গল্পতে!
এখন হয়েছি দুজন বড়-
মেঘকে এখনো কি ভয় কর?
চশমায় কি পৃথিবীকে ধর?
আকাশকে খুঁটিয়ে রোজ পড়!
চোখ বুজে তোমাকে পেয়েছি,
সোহাগিনী রাত্রিকে দেখেছি!
ব্যথার অবসানে, শুনেছি-
শেষ গানের ছন্দে ভেসেছি।
ধূলিময় অতীতের ঘড়ি,
একসাথে চলো দম ভরি!
ক্লান্ত শরীর, উড়িয়ে ঘুরি-
কবিতায় খেলাঘর গড়ি!
===============================,