বেঁধে রেখে হাত, চলে গেল কিছু সময়-
জানি যা হারিয়েছি জন্মে পাওয়ার নয়!
ওই হাতের স্পর্শের নেশা, ধোঁয়া ধোঁয়া-
ঠোঁটের খেলা, কপালে আলতো করে ছোঁয়া !

নিয়ে চলে গেলে সব, নিজের সাথে একা-
পথে আছি , শূন্যতায় মোড়ানো সব ফাঁকা !
জানি না, গুড়িয়ে পিষে, ভেঙে, দেবে কে ধোঁকা?
ডেকে নাম, আঁচড়ে পেয়েছি আলোর দেখা!

তোমাকে নিজের ভাবি- নির্ভর ক'র জানি!
চলে গেলে দূরে, ভাসবে যে জোয়ারে মানি।
বাঁধতে পারবো দমকা হাওয়াকে আমি -
সন্দেহ নয় , বিশ্বাসে জড়িয়ে ধ'র তুমি !
=============================