বেণীর ফুলে উঁকি দিয়েছিল-
                      রূপোলি জোছনা,
কানাকানি, ফিসফাসের পরে
                        বাস্তবের সূচনা-
ছিল না গোপন সংশয়,
                    বলব না।
আসন্ন বিপদ ঘিরে ধরেছিল
                     মনের কোনা!

ওই দিঘির জলে ভাসে
                   রাতের বাসনা!
কাল ঘুমের ঘোরে, প্রহরিরদল,
                   কাহিনী প্রবঞ্চনা!
ত্রিশ হবে হয়তো- লাশটা
                     সম্পূর্ণ অচেনা।
অমন কড়া অম্লে পোড়া-
                    শুধুই বিড়ম্বনা!
                        
"একটু মানিয়ে চললেই, বাঁচতো"
                       দুর্ভাগ্য, আবর্জনা !
আরেকবার নিশ্চুপ সমাজ, দিশদিশ-
                      পরাজিত চেতনা!
করতল চাপড়ে, হুংকারের ধ্বনিতে
                         বধির রাতকানা,
চুপ!চুপ!চুপকথাতে ঝাপসা-
                     কাঁচের আয়না....
================ ========  == ==