নিচ্ছে শ্বাস, শহরের সবুজ ঘাস-
আকাশের বুকে করো, খুশির চাষ।
জীবনের রঙে উঠোনটাকে ভরি,
জড়িয়ে ধরে আছে, সময়ের ঘড়ি।

পাহাড় আমি, ভোরের সূর্যকে মাখি;
মন হয়েছে- দিগন্ত প্রেমের পাখি।
রাতের যন্ত্রণা , কি হবে দিনে ডেকে?
ভাসব সময়ের স্রোতে, ক্লান্তি ঢেকে!

অচেনা চোখগুলি, মুখে চেনা বুলি-
ওদের সাথে, দেখবো শহরতলি।
শেষ শরতে - সাঁঝে চলো গল্প হোক,
এসো ভুলি, শহরের দূরত্ব শোক!
===========================