আবার দখল করেছে রাঙ্গা ছাপ,
হৃদয় ছোঁয়া ভাললাগা-
বীজমন্ত্রে দীক্ষিত না হলে,
অভিধান বলে- সব পাপ!
চ'ল যাই পুণ্য-শূন্যের বহু দূরে;
হারিয়ে দেখো- একে অপরকে
পুনশ্চ নিজেদের ভিতরে!
কি হ'বে চেয়ে, সূর্যের
আলো রাত্রি ভোরে!!
গুণে ছিলেন নিশ্চিত রানী সেইদিন,
স্বাধীনতার স্বপ্নের প্রহর!
সাধ করে চায় না কেউ,
জ্বালাতে জীবনের জহর!
আপন-পর ভুলে, অভিমানে,
লালন মন ঘর ছাড়ে;
তবে সেই জানে-
শেষে কেন শাসন মানে-
ভাগ্যের পরিহাসে-অপমানে!
রাস্তা বেঁকে হারিয়ে যায়,
প্রেমিকার খোঁপা থেকে ঝরে ফুল, হাত পেরিয়ে ঠাঁই পায়-
নতুন কোন খোঁপায়।
একরাতের শুকনো ফুলের গন্ধ- মহুয়ার নেশায় মাতিয়ে দেয়।
পরাস্ত আবেগের পলিতে,
নির্জন রাস্তা, শেষ বিষ-
ঠোঁটে নিতে চায়।
ধুলো,বাতাসে ঘুম আসে-
কাঁচের ছোঁয়ায়, ঘাম, যন্ত্রণা-
নি-আন দানবের রক্তের সাধ মেটায়।
সবকিছুর শেষ এমনই হয়।