চাইছে বেরিয়ে আসতে সময়ের ক্ষতগুলো,
বাইরে দেখতে- আকাশ, বাতাস, সূর্যের আলো!
প্রশ্ন ছুড়ে দিচ্ছে- কিছু কি বদলে নতুন হল'?
একই কথা তাদের, মনটাকে কি বাঁধা গেল'?
নেই এখন কোন শব্দ, সব নিথর পদার্থ;
শ্বাসের রেশ নেই, অনুভূতি হারিয়েছে অর্থ!
গন্ধ, বর্ণহীন, শব- পরমাণু জীবাশ্ম মাত্র,
প্রতিধ্বনিতে- আর্তনাদ আজ হয়েছে একত্র।
একটু আদরে নিজের ভেবে নাম ধরে ডেকো-
পাথর চাপা বুক ভর্তি, বোবা কান্না যাবে শোনা!
পাঁজর ভাঙা শব্দ, মনে হবে খুব যেন চেনা!
জন্মাবে কাঁটায় ফুলের গাছ- নামও জানবে না!
একটু বুকের আবেগ ভরে, আবেশে ছুঁয়ে দেখো-
গলবে, উষ্ণতায় যেমন জমা বরফ গলে !
পড়বে, ঘর্ষণে যেমন আকাশ ঝাঁপিয়ে পড়ে!
ঝরবে, কাঁচে যেমন কেটে শরীরে রক্তে ঝরে!
====================================