সাতটি দিন হাসলে, কাঁদালে-
হঠাৎ কেন থেমে গেলে?
দোকান বুঝি বন্ধ করলে?

কিসের দোকান এখন তোমার?
পেয়েছিলে দায়িত্ব, মন কেনাবেচার!
    কিনলে না হারালে এবার?

এমাঃ ভাবছো- কি বলবে-
    তা ভেবো না, চলবে;
সব চুপকথা শুকতারা হবে!

নোনাজলের দিঘি থেকে খসে,
কিছু আবেগ সবুজে হাসে!
  তুমি যে আছো পাশে।

বামদিকের তিলটা মনে আছে-
আজও একই জায়গায় নাচছে।
দূরের পথ অপেক্ষায় খুঁজছে!

এসো খোসা ছিদ্র করে
এসো  ফল্গু ধারার তীরে-
এসো হারিয়ে যেতে দূরে!
==========================