চোখের কি করে বা ব'ল দেবো দোষ-
     ভীড় দ্বীপে একা সহ্য করেছে রোষ,
বুঝেছে কথা আর কাজের অমিল,
     লজ্জায় জল ঝরিয়ে বানাচ্ছে ঝিল।

ঠিক বলেছ - ঢাকা থাকা বেশ ভালো;
      যাবে না দেখা, চারপাশে গোঁজামিল।
ভুল ভ্রান্তি ধরা না পরলেই শান্তি-
        ধরা দিলে, তান্ডব করে সৌম্যকান্তি!
            
কাঁচা বাড়িতে কাঁদছে একলা মন,
          সুনামিতে ভেসে গিয়েছে যে স্বজন।
দুপুর, সন্ধ্যা, রাতের ঠিকানা নেই,
       চুপকথা- দলিলে নিচ্ছে টিপ সই!

নীল আকাশের রং বদলে, কালো-
      চল্লিশ ছোঁয়া বসন্ত খুঁজছে আলো।
পুট,ছক্কা খেলার আঘাত টাটকা-
      কাগজে বন্ধ হয়েছে, বিক্রি পটকা!

সর্ষের তেল নাকে - রাতদিন ঘুম;
     শীত রাস্তা হবে বাসনায় নিঝুম!
রাশিফলে উপচারে চাই বামুন-
    ছাঁকনিতে দেখা- কলঙ্কহীন মুন।

নেশার জন্য চাই বিদেশী বোতল,
       খালি পেটে তীক্ষ্ণ খামচির ছোবল!
গ্যাজেটে, ব্রেন্ডে ভরতি দোকানপাট,
           ক্ষতিপূরণে নতুন চুল্লীর খাট।

চোখের দোষ দিও না, ঢেকেই রাখো-
     দুটোকে দিয়ে কেন বাস্তবকে ঢাকো?
এক্সপ্রেস কফি, চায়ের কাপ ধ'র-
      উঁচু গ্লাস ধরে নাও চিয়ার্স ক'র!
=============================