"আমায় ক্ষমা করো,তোমার পাশে বসেছিলাম- দক্ষিণা বাতাস আর জোছনার মায়ায় রাত পোহাব বলে।"
কতদিন এমন করে শুধু অপলকে চেয়েছি, মন্ত্রমুগ্ধ হয়ে কিশোরের মত তোমাকে দেখতে।
ঘড়ির কাঁটা টেনে ধরেছিলাম, শুধু তোমার পাশে থেকে, চেয়েছিলাম- রূপসী চাঁদ, নীল আকাশকে অনুভব করতে!
অলীক, কল্পনা, নিছক -
যা খুশি ব'ল, ছুড়ে দিও না,
চিবানো সবুজ পাতার লাল পিক ভেবে।
বসে পাশে ছুঁতে চেয়েছিলাম অনুভবে-
তাই ক্ষমা করো!
==========================