প্রশ্রয়- দিয়েছিলে মনের মত নাম দিতে
আশ্রয়- ছিল মাথার বুকে, শেষে কাঁধেতে!
স্মৃতি- কাঁদায় কম, হাসায় বিষাদ জ্বালাতে,
বিস্মৃতি- হারিয়ে যাচ্ছে তোমার কথা রাখতে।
থমকে- গিয়েছে দুপুর, সন্ধ্যা , রাতের শব্দ-
চমকে- খুশি, ভাবি কেন হলাম জব্দ!
রং- ঝলসে ফ্যাকাসে মুখ উঁচু দাঁড়ানো-
ঢং- ঘণ্টা বলে; হারিয়ে যেওনা যেন!
মাঝামাঝি- রাতের খালি পেটে তীক্ষ্ণ খামচি,
কানামাছি- খেলায় যন্ত্রণায় হেরে কেঁদে বাঁচি।
শিরদাঁড়া- এখন নিয়ম মেনে, সটাং বসে;
তুমিহারা- বেহেয়া, স্বপ্নে চাই তোমাকে পাশে।