আবার একবার বশ্যতা স্বীকার করেছে শুষ্কতা,
মনের অতলে আবার জেগেছে হারানো মাদকতা!

শেষের আগে জ্যান্ত হচ্ছে শরত, বিদায়ী গানের টানে-
কোমল গান্ধার সুর, জড়িয়ে ধরেছে একতারা লয়ের আচ্ছাদনে।

আবার উচ্ছ্বাসে মরুভূমির লাল মেঘ দেখে নাচবে মায়ুরি-
ঝাঁপিয়ে ঈশান কোন থেকে আসবে ঘাতক সময়ের ছুরি।

আবার নিম্নচাপে, নিম্নভূমি হঠাৎ বৃষ্টির ছোঁয়ায়, হবে বানভাসি,
স্মৃতি আবার শহর জুড়ে বলবে- 'এবার তবে আসি!'

আবার একটি শরীর ঘুমের খোঁজে, আসবে হিমের ঘরে-
কিছুক্ষণ আগে হয়েছে যে শব, দুর্ঘটনার কালো ঝড়ে।

আবার মাংসের ঢেলাকে বাক্সে মুড়ে, হবে নম্বর লেখা-
খুব ভাগ্য- হঠাৎ করে যাবে কেউ, লোকান্তরে একা!
=============================