"আল্লাহু আকবার"তাকবির-
               ধ্বনি,
     যৌগিক একটি শব্দ।
    "আল্লাহ্" নামের তাকবির-
              শুনে,
       তাগুতি শক্তি 'স্তব্ধ।

  "আল্লাহ্ মহান" এ ধ্বনিতে-
       আছে এমন মধু ,
"ধ্বনি" শুনে,ঘোমটা টানে-
" মুসলিম" মা,বোন, বধু ।

  "তাকবিরের" -এ ধ্বনির-
              সুরে,
   দেয়াল ভেঙেছে শত ।
   ঘুমন্ত জাতি জাগ্রত-
           হয়ে,
    মস্তক করেছে নত।

যে নবজাতক,জগতে এসেই,
     শুনে এ-মধুর সুর।
জীবন গড়ে "রবের" তরে-
     হৃদয়ে থাকে নূর ।

  জীবন-মরণে,কানে বাজে-
          মোদের,
  "আল্লাহ্" নামের ধ্বনি।
  কবরে থেকেও "আল্লাহু"-
       "আকবার",
  "আজান" যেন শুনি।