اذْهَبْ_اِلٰى_فِرْعَوْنَ_اِنَّهٗ_طَغٰى۠
( ১) তাগুত মানে বিদ্রোহী-
আর,
দ্বীন না'মানা ব্যক্তি।
তাগুত হলো, "আল্লাহ"-
"রাসুল",
দ্বীন বিরোধী শক্তি।
(২) তাগুত হলো,ফেরাউন-
আর,
আবু জাহেলের দল।
দ্বীনের দাওয়াত ঠেকাতে-
তারা,
প্রয়োগ করে বল!!!
(৩) মুসা নবীকে বল্লেন-
"আল্লাহ্"-
ফেরাউনের কাছে যাও।
নরম সুরে দাওয়াত-
দিয়ে,
"তাওহীদের"গান-গাও।
(৪) " নবীগণকে করলেন-
প্রেরণ,
দু'টি মিশন দিয়ে,
গোলামী কর এক-
"আল্লাহর",
বিরোধ-তাগুত নিয়ে।
(৫) তাগুতি শক্তি "রব"-
মানেনা,
মানতে দেয়না অন্যে।
দুনিয়া কাটবে সুখে-
দুঃখে,
আখিরাত তাদের শূন্যে!!!
(৬) তাগুতী শক্তির বাহিনী-
আজো,
জগতে'বেঁচে আছে।
খুন-খারাবি-শিরক্-
কুফর,
সবকিছুতে মিশে গেছে।