ফজর শেষে পূব আকাশে রোজ উঠে ঐ রবি,
আলোয় ভাসে তামাম জগত কী লেখিবে কবি?
পূব আকাশে উদয় ঘটে পশ্চিমেতে ডুবে,
কক্ষপথে ভ্রমণ করে,মানছে যে এক "রবে"।
ইচ্ছে মাফিক উদয় অস্তের নেইতো রবির শখ,
"খোদার" হুকুম তামিল করবে ইহাই "রবের" হক্।
আলোকরশ্মি বিলিয়ে দিতে করেনা হেরফের,
"সৃষ্টিকর্তার" আইন মানে সে সেরে সমান সের।
সেই আলোতে খাদ্য জোগায় বৃক্ষরাজির দল,
ওহে মানব! যাচ্ছ কোথায়? "রবের" পথেই চল্।
সৃষ্টি নিয়ে চিন্তা করে মানলে "আল্লাহর" কথা,
মিলবে নাজাত চিরতরে থাকবেনা কোন ব্যথা।
===============