" স্বার্থপর "
(১)
এটি বিদা্আত,ওটি-
শিরক্,
পরের তরে বলে।
নিজের বেলায় মনগড়া-
সব,
রুলস্ খুঁজে চলে।
(২)
নিজের রাজ্যে নিজেই-
রাজা,
পরের রাজ্যে ভৃত্য!
অন্যের মাথায় কাঁঠাল-
ভেঙে,
মহাজন করে নৃত্য।
(৩)
পরের কথায় দলীল-
খুঁজে,
নিজের কথা হাওয়া।
আত্মতৃপ্তির ঢেকুর-
তুলে,
নীতির গীত গাওয়া।
(৪)
সুযোগ বুঝে গ্রহণ-
করে,
মিষ্টি রুটি পায়েস।
ছদ্মবেশে জীবন-
চালায়,
মিটায় মনের খায়েশ