স্বাধীনতার প্রাপ্তি
"স্বাধীনতার" (৫১)একান্নতে,
আমরা পেলাম কী?
ঋণের বোঝায় প্রজা কুঁজো,
রাজা ভাজে ঘি!!!
"স্বাধীন" করছে কৃষক শ্রমিক,
"তাজা রক্ত" দিয়ে।
দেশের টাকায় বাড়ি বানায়,
বেগম পাড়ায় গিয়ে।
চেতনার নামে লুটে খাচ্ছে,
দেশের মাটি বেচি।
আলো বাতাস পায়না প্রজা,
রাজা চালায় এসি।
প্রবাসেতে রাজার ছেলে,
প্রজার ছেলে দেশে।
দেশ প্রেম নিয়ে আসে ফিরে,
মহা বীরের বেশে।
জনসেবার নামে তারা,
ক্ষমতার চেয়ারে বসে।
হরণ করে সব অধিকার,
দেশটাকে খায় চুষে।
খাদেম সেজে বসে তারা,
"""""""" জনগণের ঘাড়ে।
প্রজারা হয় সর্বহারা,
""""টের পায় হাঁড়ে হাঁড়ে।
চোর ডাকাতের কবল হতে,
আবার চাইলে মুক্তি।
স্বদেশের প্রেমে তুলে ধরুন
"""""""গ্রহণযোগ্য যুক্তি।