(১)
সাদলে বৌয়ে তেঁঙ্গায়,
চুরি করি বৌয়ে,
চাল চাবায়।
(২)
এক কামে দুই কাম,
ধান ঘাটে আর,
চুষে আম।
(৩)
এত কথার চৈল,
পাতিল ভাঙ্গি গোশত গেলো,
ঝোল কেমনে রইল্।
(৪)
নিজে খাইতে টানে টুনে,
ভাসুরের কইন্যারে-
নাইয়্যুর আনে।
(৫)
বারে বারে কাটে কান,
তবুও চোরা বেইমান।
(৬)
খাইচ্চত অলার খাইচ্চত যায়না,
হলদের যায়না রঙ।
বাইশপদ মসলা দিয়ে রাঁধলে যায়না,
ইচা শুঁটকির গন। (গন্ধ)