সৃষ্টি মোদের জমাট বাঁধা,
নাপাক রক্ত দিয়ে।
পচে গলে সব মাটিই হবে,
অহংকার দেহটি নিয়ে?

শিশু হয়ে সবে,জন্মেছি ভবে,
না জানিতাম কোনো কথা।
দিয়েছেন যিনি সব নিয়ামত,
তাঁকেই দিচ্ছি ব্যথা!!!

মায়ের বুকে দিয়েছেন-
তিনি,
সৃষ্টির সেরা খাদ্য।
স্বাধীন করে দিয়েছেন-
ছেড়ে,
মানতে করেননি বাধ্য।

নাহি ছিলো কিছু,ধরার-
মাঝে,
থাকিবে না কিছু বাকি।
"রবের" প্রতি ঈমান এনে,
কলমায়  বিশ্বাস রাখি।

বিনাশ হবে বিশ্ব ভূবন,
প্রলয় হবে সব।
বাকি থাকিবেন মহান-
"স্রষ্টা",
আলামিনের যিনি "রব"।