(১)
মাটি থেকে, আসলেন -
"আদম"
"আদম" হইতে "হাওয়া"।
সে-ই হতে দুনিয়ায়-
মোদের,
শুরু,আসা-যাওয়া।
(২)
"আদম" হলেন আবুল-
বশর,
"হাওয়া" হলেন "মাতা"।
ধর্ম,কর্ম ভিন্ন,তথাপি-
সবে,
একিই সুতে গাঁথা।
(৩)
মায়াজালে জড়িয়ে-
থেকে,
কতক ভুলেছি "রব"।
ছিন্ন হবে এ মায়ার-
বাঁধন,
ছাড়তে হবে সব।
(৪)
ভিন্ন ভিন্ন বাগ-
বাগিচায়,
নানান কুসুম জন্মে ।
কতক সফল কর্মে-
আর,
কতক সফল ধর্মে।
(৫)
শত-সহস্র মানব-
ছিলেন ,
ছিলেন নানান তালে।
সব ছেড়ে রইলেন-
পড়ে,
কবরে বিলে ঝিলে।
(৬)
"শ্রষ্ট্রার" বিধি মানিয়া-
যে'জন,
ভবে গাইবেন সুর,
বাগ-বাগিচা উপহার-
পাবেন,
সাথে পাবেন হুর।