জুলুম হলো আরবি ভাষার,
ভয়ঙ্কর এক শব্দ,
কোরআন হাদিস সাহিত্য হতে,
জ্ঞানীরা করেছে লব্ধ।
জুলুম নিয়ে" মহান আল্লাহ্ ",
নাযিল করেছেন বাণী।
জালিম না হই,মাজলুম হয়ে,
দলীল খুঁজে আনি।
জুলুম থেকেই শিরক্ কূফর ,
নিফাকের যত সৃষ্টি।
গাফলতি তে ডুবে থাকায়,
নাই তাহাতে দৃষ্টি।
আদম সন্তান জুলুম করে,
নিজ নফসের সাথে।
পাপ-পঙ্কিলতায় ডুবে থাকে,
সকাল সন্ধ্যা রাতে।
জুলুম মানেই অন্য কারো,
হকের হেরফের করা।
রোজ হাশরে "হাকিম" গুণে,
ধরবেন শক্ত ধরা।
জুলুম থেকে বাঁচার জন্য,
রাস্তা যদি খুঁজি।
অন্যের আর নিজের হক,
ভালো ভাবেই বুঝি।
মাজলুমানের বদ্-দোয়া,
সত্যি যদি ডরি ।
মুমিন মুসলিম জুলুম থেকে,
চিরতরে আসি সরি।