(১)
শীতের মাসে চরের-
হাঁটে,
বসবে রসের মেলা।
পিঠা দিতে মেয়ের-
মা,
নাহি করবে হেলা।
(২)
পিঠা পুলি দিতেই-
হবে,
আরো দিবেন মোলা।
বেয়াইন সাহেব বলবে-
ফোনে,
আমার,একটা মাত্র-
পোলা।
(৩)
সাথে দিবেন দুধ কলা-
আর,
চিনি গুঁড়া চাল।
আরো থাকবে জামা-
কাপড়,
সঙ্গে শীতের শাল।
(৪)
জামাই আপনার বদ-
মেজাজি,
কারো,কথা নাহি শুনে।
জিনিস পত্র কম দেখলে,
জ্বলে তেল বেগুনে।