যৌতুক আর মোহর-
           নিয়ে,
চলছে নানান তাল।
এসব নিয়ে টানাটানি,
চলবে কতো কাল!!?

মোহর হলো ফরজ -
         বিধান,
স্বামী বেচারার জন্য।
স্ত্রীকে করলে প্রদান,
  স্বামীরা হবেন ধন্য।

মোহর আর যৌতুক-
           নিয়ে,
দোষী উভয় পক্ষ।
এসব নিয়ে যুক্তি দিতে,
  মামা খালুরা দক্ষ।

স্বল্প মোহর দিয়ে যারা,
   সারাতে চান বিয়ে।
টানাহেঁচড়া করেন সবাই,
   এমন বিয়ে নিয়ে।

কম মোহরে বিয়ে হলে,
  বরের পক্ষ জিতে।
ভয় পাবেনা জামাই -
        মিঞা,
বৌকে তালাক দিতে!!!

যৌতুক আর মোহর নিয়ে,
    কৌতুক বন্ধ করি ।
খোদার হুকুম"নবীর সুন্নাহ্" ,
    শক্ত ভাবে ধরি।