(১)চলতে চলতে বলতে-
বলতে,
হায়াত হচ্ছে শেষ।
যৌবন শেষে বৃদ্ধা-
হবো,
পাকবে মাথার কেশ।
(২)শৈশব কৈশোর কেটেছে-
খেলায়,
যৌবনের কাটছে বেলা।
বৃদ্ধা বয়স এসে গেছে-
তবু,
এখনো করছি হেলা !!!?
(৩)আগামীকালের ধোকায়-
পড়ে,
চলছি হেলে দুলে।
মালাকূল মওত হাজির-
হয়ে,
রুহ্ নিয়ে যাবে,তুলে।
(৪)বলবে কেহ্ "হে প্রভু"-
তুমি,
দুনিয়াতে দাও ফের।
সেথায় গিয়ে ইয়াক্বীন-
আমল,
কামাবো শত সের।
(৫) পুনরায় এ ভবে,ফিরে-
আসার,
সাধ্য নাহি কারো।
হায়াত থাকতে নেক-
আমলের,
খাতাটাই ভারী করো।