তাল গাছ
তালগাছ মাথা তোলে
আকাশের সিমানায়,
গোল গোল পাতাতে
সবুজের-ই ছাতাতে
গগনের নীল মেখে
তাকে আর কি মানায়?
ঝিরঝির পাতাকাপে
রৌদ্র খরা তাপে,
তালচড়া বুনো পেঁচা
ওড়ে যায় অজানায়।
ঝাকড়া মাথা জুড়ে
বাবুই উড়ে উড়ে
তালের পাতা ফুড়ে
সারাবেলা সারাক্ষণে
নতুন বাসা বোনে।
তাল গাছ সব গাছ ছাড়িয়ে
কারো ধার ধারে নায়,
এক পায়ে একরোখা
তাল গাছ নত হতে জানে নায়।