ছারপোকা

বুঝলে সোনার খোকা?
আমি যে ছারপোকা
লেপ তোষকে বসত আমার
যাবে নাতো রোখা!

আমার আছে শতেক বিবি
বাচ্চা শতেক কুড়ি
বালিশ রাজ্যে বাস বসবাস
দেই যে হামাগুড়ি
মানব জাতির রক্ত চুষে
মেজাজটা ফুরফুরি।

ছোট্ট প্রাণি আমরা তবু
জোমের মতো ভয়,
ছারপোকাদের অত্যাচারতো
আজকে নতুন নয়?

আমরা খুশি রক্ত পেলে
এবং খুশি রাতে
কামড় মারি তবু আমরা
থাকি তোদের সাথে।

গরম জলে আমরা কাঁদি
সিগন্যাল তো রেড,
ছারপোকাদের অপচ্ছন্দ
পরিচ্ছন্ন বেড।