প্রকৃতিতে পালাবদল ঋতুর খেলা
সূর্যিমামার তেজ কমে যায় ঢুলোঢুলো
না ঘুমানো শিফালী চোখ ফুলোফুলো
সবুজ পাতা সতেজ সবল রোদে মাখা
নীল সিমানায় সন্ধ্যারাতে তারায় আঁকা।
গঙ্গাফড়িং ঘাসের ভাঁজে আরাম লোটে
উড়াল দিলে আহার হয়ে ফিঙের ঠোঁটে
আইলজুড়ে দূর্বাকোমল শীতল পাটি
সোনার চেয়ে দামী আমার দেশের মাটি।
মাঠের শোভা হলুদ আভা ধানের শীষে
দোল দিয়ে যায় মনের মাঝে অহর্নিষে
রাত্রি বেলা ধানের গাছের পাতা চুয়ে
সকাল বেলা শিশির গড়ায় শরীর ধুয়ে।
গোধূলীতে আবির রঙে সন্ধ্যা নামে
ডাহুক ডাকে ঝিলের মাঝে শ্যাওলাদামে
কার্তিক আসে চিনচিনে শীত ভোরের বেলা
প্রকৃতিতে পালাবদল ঋতুর খেলা।