কচুর পাতায় জলের নাচন
বিষ্টি পড়ে ব্যাঙের মাথায়
খুকুমনির রঙিন ছাতায়
পাতার ভাঁজে ফুলের বোটায়
ঝুমুর ঝুমুর ফোটায় ফোটায়।
বৃষ্টি পড়ে নদীর কূলে
হাঁসের ডানায় কাশের ফুলে
ঘরের ছাদে কাছে দূরে
রিনিক ঝিনিক ছন্দ সুরে।
বৃষ্টি পড়ে চাষির গায়ে
খেয়াঘাটে মাঝির নায়ে
অঝর ঝরে রাত্রি দুপুর
টিনের চালে টাপুর টুপুর।
বৃষ্টি পড়ে সকাল সাঝে
বিলের মাঝে ঝিলের মাঝে
বৃষ্টি ভেজা পুঁইয়ের মাচন
কচুর পাতায় জলের নাচন।