একুশ সাল

কালের গর্ভে হারিয়েছে মড়ক একুশ সাল
নানান স্মৃতি কতো কিছু আয় ব্যয়ে গোলমাল
বছরজুড়ে  খবর ছিলো কোভিড জোমের দূত
স্কুল কলেজ বন্ধ ছিলো ব্যাপারটা অদ্ভূত।
রাজনীতিতে এক তরফা ছিলো নিরুত্তাপ
কারো কারো কুষ্টু কথায় বাড়তো রক্তচাপ।
ফেব্রুয়ারীর পরীক্ষা নভেম্বরে শেষ
ভুতের মত উল্টোপায়ে পিছন গেলো দেশ।
পড়ার টেবিল ফাঁকা ছিলো হাতে হাতে ফোন
লকডাউনে চ্যাটিং করে কাটতো সারাক্ষণ।
বাল্যবিয়ে নির্বিচারে কেউ দেয়নি চোখ
বউ রেখে কেউ শালিকাকে করছে উপভোগ।
পরীমনির গোপন কথার রেকর্ড টা হয় ফাস
জাতীর কাছে অসহ্য সেই নোংরা ইতিহাস।
চায়ের কাপে ঝড় উঠেছে, সাথে পেঁজু চপ
মুরাদ টাকের খবর দেশে ছিলো ভীষণ টপ
একভাষণে মন্ত্রী খতম মজাদার সেই খেল,
মিডিয়া কেন টাকলু মাথায় ভাঙলো আস্ত
বেল?
টাকের উপর ক্যাপে ঢাকা মলিন মুরাদ মুখ,
এক নিমেষে ভাইরাল করলো দুষ্ট ফেসবুক।
কানাডা আর দুবাই দিলো বাইবাই ও টা টা
টাকের উপর ঘোমটা প্রথা ধীর পায়ে হাটা।
ল্যাগেজ মাথায় ক্লান্তশরীর বিমান বন্দর ঘুম
দেশের মানুষ হাসির চোটে গরম করলো রুম।
ধাপে ধাপে শেষের অংশে ইউপি নির্বাচন
ইতিহাসের পাতায় অমর থাকবে একুশ সন।
নৌকা নিয়ে নির্বাচনে হারায় জামানত
শমসের হাজী ডুবিয়ে দিলো বক্তব্যের ইজ্জত।
বছরজুড়ে মুজিববর্ষ নানান আয়োজন
করলো জাতী ভক্তি ভরে মুজিবকে স্মরণ।