মন ভরে যায় সকালবেলা
বকুলফুলের গন্ধ,
এলোমেলো শীতল হাওয়া
শিশির ঝরার ছন্দ।
পল্লীবালা সকালবেলা
বকুল গাছের তলে,
ঝরাফুলের মালা গেথে
যত্নে ঝুলায় গলে।
সুরভিভরা মন উতালা
বকুল ঝরা ফুলে,
সাজমহলে কাজ বেড়ে যায়
খোঁপায় বাঁধে চুলে।
হাতে বাঁধে বকুলরাখী
পল্লিগাঁয়ের কিশোর
বকুলফুলের মালা নিয়ে
দিন কেটে যায় শিশুর।