যন্ত্র যুগের বসন্ত
মুহাম্মদ ইব্রাহিম বাহারী
আজ বসন্ত যন্ত্র যুগে
কোথায় লাটাই ঘুড়ি?
হাওয়ায় চেপে আকাশ ঘুরি
উঠছি পাতাল ফুড়ি।
দস্যিপনা নেই মাথায় আজ
আমরা ঈগল পাখি,
ইন্টারনেটে ডুব দিয়ে তাই
নতুন বিশ্ব আঁকি।
উতাল হাওয়ায় ছুটোছুটি
সময় কথায় পাবো?
আবিস্কারের স্বপ্ন নিয়ে
মঙ্গলেতে যাবো।
আম্রফুলে গুনগুনানী
কখন সেটা ফোটে?
দশটার আগে সকাল বেলা
এ যুগে কেউ ওঠে?