বর্ণমালায় মাতায় বাড়ি

নতুন বইয়ের গন্ধ নাকে
ঈশামনি গোল্লা আঁকে
গোল্লা আঁকে আঁকে হাড়ি
বর্ণমালায় মাতায় বাড়ি।

বাড়ির পাশে গাছের তলে
ঈশামনি স্বদল বলে
শুকনো পাতার নতুন সাজে
ইশকুল চালায় ঘন্টা বাজে।

ঘণ্টা হলো টিনের বাসন
খেজুর চাটাই বসান আসন
আসন জুড়ে রোদের খেলা
ইশকুল বসে বিকেল বেলা।

বিকেল বেলার মধুর ক্ষণে
স্বপ্ন দোলে ঈশার মনে
ঈশামনি বাড়ির শোভা
চোখজুড়ানো মনোলোভা।