আশ্বিণ মানে ধবল কাশের বন

মেঘে ধুয়ে আকাশ দেখায় নীল
ঘাসের মাথায় শিশির আস্তারন,
মন হয়ে যায় স্বপ্ন ডানা চিল
পাতার শিরায় ঠাণ্ডা শিহরণ।

চোখজুড়ানো আমন ধানের মাঠ
শিউলী ফুলের সুবাস মাখা রূপ,
বিল পবনে নীল সবুজের হাট
হঠাৎ মেঘে কান্না টাপুর-টুপ।

নদীর বুকে পাল টাঙানো নায়
অচিন দেশে হাতছানি দেয় কেউ,
আওলা বাতাস এলোমেলো ধায়
হৃদয় গাঙে উথাল পাতাল ঢেউ।

চাষীর এখন ভালোলাগার ক্ষণ
বকুল ফুলে  ভোরের গুঞ্জরন
মৌমাছিদের প্রীতি আলিঙ্গণ
আশ্বিণ মানে ধবল কাশের বন।

মুহাম্মদ ইব্রাহিম বাহারী
মোহাম্মদনগর,শ্যামনগর,সাতক্ষীরা
০১৭২৭০০৮২৬৭