নয়টি মাসের যুদ্ধ শেষে
এই বাঙালি বীরের বেশে
ফিরলো ঘরে ফিরলো,
ধান কাউনের সোনার দেশে
উঠলো বিজয় সূর্য হেসে
জয়ের তরী ভিড়লো।
যুদ্ধ হলো যুদ্ধ হলো
পাক সেনারা রুদ্ধ হলো
পালালো সব ভয়ে,
বাঙালীরা আদি মূলে
দাড়ালো আজ মাথা তুলে
নিজের পরিচয়ে।
লাল সবুজের নিশান ওড়ে
এই পতাকা পেলাম লড়ে
রাখবো ধরে বুকে,
হামলা আসলে ভয়াল রাতে
সাহস নিয়ে শক্তহাতে
আমরা দিবো রুখে।