তবে ই তো নেই মোর, কোন কিছুর ভয়,
আল্লাহ্রর হুকুম ধমে ধমে,
ঈমানী জিকির যে দিলে জমে
রাসুলের (সঃ) তরীকায় হয়,
তবে আগুনও হবে প্রশান্তিময়।
রহিম রহমান তিনি দয়াময়।
তবে তাঁর দয়াবীনে কিছুই সম্ভব নয়।
ভয়ে ভয়ে আমি,
ভাবি যে আগামী
ভয় তারইতো হয়,
যেই জন আসামী।
আমলে আশা নাই,
ভয় শুধুই তাই
বাচঁবো কি, যত যেই গুনা,
তৌফিক দিলেই কেবল তব করুণা,
আমি গুণাগার আর তুমি করুণাময়
তোমার দয়ার আশা, তুমি হবে সদয়,
তবেই তো নেই মোর কোন কিছুর ভয়!!