মানুষ গুলো হয়ে গেল কি আজ,
; আসেল বদ্ব পাগল!
পাগলদের পাগলামি যখন,
বাধাইছে গন্ডোগল।
বিশ্বে তখন নিরব কেন সব,
ভাল মানুষের দল।।
নব বর্ষের অপ্রয়োজনে
হাজার কোটি অর্থের ধনে,
যখন দিলো ওরা অনল
দুর্নীতি দমন কমিশন আর,
কোথা সেই মানবতাবাদী মহল?
সারা বিশ্বের বঞ্চিতদের যেথা
ঝরছে দুই চোখের সে জল
বন্ধিশালায় মানবেতর জীবনে
চিৎকার যখন চলে অনর্গল!
এমন মহা উৎসবেওকি ঘুমে,
আত্নসীকৃত সেই পন্ডিত দল!!
ক্ষু ধা আর বিরহ ব্যাথায় যখন,
মানুষ রইছে শোকে কাতর!
আত্নতৃপ্তি আর ভোগের তরে
আধার নিশীথ আনন্দর।
যারা করছে সে অসহায়দের
বুক ভাসানো দুই চোখের জল
দুর্নীতি দমন কমিশন আর,
কোথা মানবতা বাদী সে মহল?