★★**★★★**★★
মানুষ যখন বিভ্রান্ত হয়ে,
নিজ, নিজ অবস্থান থেকে,
আসল খবর ভুলে যখনই,
সরে পরছে একে একে!
নারীরাও তখন নৃত্য মঞ্চের,
নর্তকীর সাজ করে,
বাসর সাজে সজ্জিতা বধুও,
না রয়ে বাসর ঘড়ে !
কিসে তাহারা অতৃপ্ত হয়ে, !
কাপুষদের শত ধিক্কার সয়ে!
লজ্জা শরমের মাথা খেয়েও,
ঘুড়ে পথে প্রান্তরে !
বিভ্রান্ত মানুষ অশান্ত করে যেথা,
দুর্যোগ আনছে নিজে ডেকে !
ব্যাথার উপশম হবেকি সেথা,
যখম না দেখে মলম মেখে ?
★★**★★★★**★★ ম