(ক) বিরোধ বিহীন বিভেদ এযে ,
এমন এক পরিবেশ,
কবরখানার এই চেতনার যদি,
হতো ঠিক একটি দেশ
ভয় কেবলই এক খোদার হলে,
চীরতরে যেত সব দুঃখ চলে!
পুলিশ সেনা ছাড়াই শেষ,
হতো শক্রু সন্ত্রাস ক্লেশ!
দ্বী ন বিহীন এই পথ আর মতে,
সে দেহে বাড়ছে দিনে দিন ক্ষতে!
আখেরাত বিমুখ হীন চেতনা য়,
এবিশ্বে নাই আর শান্তির লেশ!
মানবতা বিরুদ্বি লাভ আর ক্ষতি,
শুধু সদা হইছে এদুনিয়ায় পেশ!!
★>>>>>>>>>>>>>>>★
(খ) কোন কিছুরই বিনিময়,
ফিরিয়া পাবার নয়!
অনেক কিছু পেলেও,
মিলেনা হারানো সময়!
জানা টুকু সব হলে মানা,
পাবার সুযোগ ষোল আনা!
জীবন টা কেবলই নয় বাহানা,
এভুবনেই স্বজনার ঠিক ঠিকাণা !!
★★★★★★★★★★★★★
(গ) ভুবনটা ভযানক বাঘের গুহা,
নির্দয় ও নিরাপদ নয়,
মনোহারী বধু সাজে, ডাইনী উহা,
ঢাকা তার আসল পরিচয়
★★★★★★★★★★★★
(ঘ) আমি আর চাই না যেতে,
সেই অতীতে ফিরে,
যেথা মরেছে মোর সুখ পাখীটা,
সদ্য গড়া নীড়ে!
স্বপ্নে গড়া সেই তরী গুলি,
আজও আছে ভীরে,
অশ্রু ভেজা স্মৃতি গুলি,
সই সে নদীর তীরে!
★★★★★★★★★★
★★
য়
সেন