ধূলিঝড় মেঘের আস্তিনে মেঘ বালিকা শকুন্তলা
ফুলারিনের মতো করে সাজিয়ে রাখে
              চোখের জলের দামী হীরে।
নারীত্বকে আছড়ে ফেলে লজ্জাহীনা
পঞ্চবটীর পাতায় ঢাকে
                          সেই অভাগী।


দেখা হল বিশ শতকের সরোবরে -
প্রতিশোধের প্রকট স্প্রিহায়
                           নীলচে শরীর
এক নিমেষে সাজিয়ে ফেলা সাত সুডুকু
ভীষণ ভাবে উড়িয়ে দিল আকাশ গাঙে
                           এলোমেলো
শঙ্খচিলের ডানার মতো
                           আলতো চোঁঁয়ায়


তপোবনের স্ফটিক জলে চিড় ধরেছে,
মায়া মৃগ ক্লান্ত এবং মৃত্যুযাত্রী,
মত্সরাজের উদর গর্ভে বিশ্ব পিতা
লুকিয়ে রাখে মহামারির জিয়ন কাঠি।
আস্ফালনের সুর্পণখা ক্ষণজন্মা
শকুন্তলার মতোই ডুবে কৃত পাপে।
করোনাকে বুক পকেটে ফুলের মতো
সযতনে সাজিয়ে তারা দুই সতীনে
আজকে যাবে বিশ্ব সভায় বিচার নিতে
সত্য-ত্রেতা-দাপর-কলির অবিচারের।