বৃষ্টি এখনো থামেনি, আকাশের মুখ ভার,
বজ্রপাতে পুড়ে যাচ্ছি আমি,
আমাকে একটু প্রেম দেবে গো?
প্রেমকে সারা গায়ে জড়িয়ে নেব পোড়া থেকে বাঁঁচতে।
অনেক উপেক্ষায় ক্ষয়ে যাচ্ছে আমার তট ভূমি,
বন হীন উপকূল যেন শরমার্ত নারী,
ধর্ষক ঢেউয়ের লিপ্সায় লাঞ্ছিতা,
একটু প্রেম দেবে গো আমায়?
কংক্রিটের বাঁঁধ গড়িয়ে রক্ষা করব আমার অন্তর্দেশ।
রাত গভীর হলে ঝিঁঁঝিঁঁ পোকারা ও পুরুষ হয়ে ওঠে।
গাঢ় অন্ধকার কার্নিশ বেয়ে আসে, সন্তর্পণে।
বিছানা, বালিশ সমুদ্রে নিরুদ্দেশ,
এক রত্তি প্রেম দাও আমায়,
রাত্রির আরব্য রজনী লিখি। রাত কেটে যাবে।
যত বেশরম হতে চাইছি, লজ্জা জড়িয়ে ধরছে আমায়।
আমি কি চিরকাল এভাবেই অবলা থেকে যাব?
সূর্যের স্রোতে ভাসতে পারব না কোনো দিন?
তবে, আমাকে একটা প্রেম দাও
যা দিয়ে আমি কুন্তি হওয়ার যজ্ঞ করব।