আজ সারা রাত বৃষ্টির সঙ্গে তোমাকে ভাগ করে নেব।

ধার করা সময় বিলিয়ে দিয়েছি আকাশের দূরতম প্রান্তে।
সুপারনোভা বিকিরণ হয়ে তারা ফিরে আসছে
জ্যোতির্বিজ্ঞানীদের সদা-জাগ্রত টেলিস্কোপে।  
বনের গভীরে ঘুমিয়ে আছে পথ - বড় নিশ্চিন্তে,
কাঁটা-ঝোপ লতার বিছানায়, দ্বিধাহীন গাঢ় প্রণয়-পাশে।


ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে চোখের জল।
উনুনে পুড়ছে মাটি, ঘনীভূত হচ্ছে দুর্যোগের দুরভিসন্ধি।
ভাগ হয়ে যাচ্ছে হৃদপিণ্ডের পড়শীরা।

তবু, আজ এভাবেই বৃষ্টির সাথে, আকাশের সাথে
                        তোমাকে ভাগ করে নেব।

আকাশগঙ্গা থেকে দূরত্ব বাড়াচ্ছে প্রক্সিমা সেন্টাউরি।
সময়ের থেকে বিচ্ছিন্ন হওয়া সময় আটকে গেছে
ওয়ার্মহোলের টানেলে স্থানের অতিবক্রতায়।
বিতর্কিত কৃষ্ণ শক্তি ফুঁঁ-দিয়ে ফোলাচ্ছে মহাবিশ্ব।
ত্বরিত গতিতে ক্ষীণ হয়ে আসছে মধ্যাকর্ষী প্রেম।


এই দুঃসময়ের মহেন্দ্র যোগ আসার আগেই
তোমাকে কৃষ্ণ শক্তি থেকে বাঁচিয়ে
শূন্য সময়ের আগের বিপ্রতীপ মহাবিশ্বে নিয়ে যাবো।
সেখানে 'বিগ-ব্যাঙ' ঘটে যাওয়ার আগে
সামাজিক মাধ্যমে তোমার আমার অসামাজিক কিছু ছবি
আইনস্টাইন আর নীলস্ বোরের সঙ্গে
কণা-তাত্ত্বিক আপেক্ষিকতা দিয়ে
                              এভাবেই ভাগ করে নেব।